১.
ইউক্রেনে সংঘাত, হুতোশে হুতি-
পোষাক রসদে ঘাটতি, পুলিশ ইউনিয়ন প্রতিবাদী,
হাই জার্মান বাভারিয়ান;
ট্রাউজার ছেড়ে হাফপ্যান্টে ফিরে
প্রাণের টানে হাসিমুখ সড়কে বহমান বোহেমিয়ান।।

২.
দস্যুতায় সোমালিয়ান মুসলমান;
আটকে বাংলার 'এমভি আবদুল্লাহ' সাম্পান।
ঈদের চেতনায় উম্মাহ, পাঞ্জাবি টুপিতে 'জয়' এর জামাত;
দেশে যে রান্নার জল, কান্নার জল চৈত্রে শুকায় দিবারাত,
পলির বাংলায় বহমান মায়ের মায়ায়।।

১২ই এপ্রিল ২০২৪

'জয়'> জলদস্যুর হাতে বন্দী জনৈক নাবিক; বাড়িতে পুত্রের শোকে কেউ ঈদ উদযাপন করেনি।