মুজিবের ডাকে স্বাধীনতা
যুদ্ধ থামেনি
বসে নেই তাই পাতা কুড়ানি
বসন্তের খরা ঝরায় পাতা
চূলোয় যাক
ভীনদেশী মেহগনি এখন সফরে বাংলায়
বায়ুর সময় বদলে জল ধরেছে আলু
ভীনদেশীরা সফরে এখন বাংলার ক্ষেতে
আমরা বাংগাল বোকা
মেহনতীর গরীবের ঘরে থাকে আবাসিক পোকা
পশ্চিমে ফসলের মাঠ পুড়ছে আলু
কচুতেই খুশি মুচি
আর আমাদের আছে রাজ মহাজন
পশ্চিম ধনী পল্লীতে মাঝরাতের দালাল
তারা দরবেশ সঁপেছি জীবন তাদের পদতলে
কিই বা করার আছে
নাই নাই কুটিরে মুখে কথা নেই
আমার পোলা জ্বালায় ক্ষুধা
প্রাইভেটে পড়ে বার্গারে পেট ভরে
হবে সে মহাজনের দোকানী
যুদ্ধ থামেনি
বসে নেই তাই পাতা কুড়ানি
গমের কারবারি লইয়া যা-ও আলু
নোটিশে লিখে দিও
দমে দিয়া খাইও
বাংলার পোকা খাইও বাইছা বাইছা।।
নড়াইল, ৭ই মার্চ ২০২২