হে ইশ্বর তুমি যাহা দিয়েছ প্রভূ এ পৃথিবী পরে
তাতেই যেন আমি সন্তুষ্ট থাকি চিরদিনের তরে
চাইলে তো আর পাওয়া যায় না হেথা সব কিছু
যাহা পাই তাই ভালো, ভাবা ঠিক নয় আগুপিছু
ভাগ্যেই আছে বলে আমাদের মেনে নিতে হয়
আমাদের হাতে আছে শুধু চেষ্টা আর কিছু নয়
গীতা বলেছে ফলের আশা করা অশান্তি নিশ্চয়
বেশী আকাঙ্খায় আসে হতাসা মনে ধরায় ভয়
কর্মই ধর্ম,, কাজে আছে অধিকার ফলেতে নয়
খাদ্য বস্ত্র বাসস্থানের প্রয়োজনে কর্ম প্রয়োজন
ঈশ্বরের কাজ নিষ্টা দিয়ে করতে হবে সম্পাদন
নির্দিষ্ট কর্ম অনুযায়ী মানুষের বর্ন বিভাগ আছে
ব্রাহ্মণ,ক্ষত্রিয়,বৈশ্য শূদ্র প্রধান চার রকম কাজে
তুমি নয় কর্ত্তা, হেথা নিয়োজিত করেন সৃষ্টিকর্তা
সকলে যদি মন্ত্রী হতে চায়, চাষী হবে নাই পাত্তা
সকল কাজ করতে হবে মানবকেই এ পৃথিবীতে
কর্ম ছাড়া বেঁচে থাকা ও উদ্ভাবন অসম্ভব ধরাতে
কাজে কোনো ভেদ নেই, যাকে হোক করতে হবে
যে কাজ দিয়েছেন প্রভূ, তাই করবো সন্তুষ্টিতে।।