সৃষ্টি
ওগো ঈশ্বব সৃষ্টি রক্ষার্তে
              কি না করেছ এই মর্ত্তে
জীবের জীবন যাপনের তরে
          উদ্ভিদ দিয়েছ ধরার পরে
দিয়েছ মাটি, জল,সমীরণ
          বাঁচার হাজারো উপকরন
সৃষ্টি যাতে চলে ক্রমাগত
            জীবের করেছ দুটি জাত
স্ত্র্রীপুরুষ মিলনে চলে বংশগতি  
       বিবর্তনে পরিবর্তিত প্রজাতি
যৌবনে স্ত্র্রীপুরুষের আকর্ষন
         প্রেমে হয় মিলনে আমন্ত্রন          
দিয়েছ অলঙ্ঘ মিলনাকাঙ্ক্ষা
          একে যায় না করা উপেক্ষা
দুটি অর্ধকোষ থাকে স্ত্র্রীপুরুষে
           মিলনে আরম্ভ সৃষ্টি রহস্যে
উদ্ভিদে সৃষ্টি চলে পরাগ মিলনে
        কিছু জীবের ধারা ভিন্ন ধরনে
বহমান বংশগতি ক্রমাগত চলে
     তোমার এ সৃষ্টির অপুর্ব কৌশলে
ওগো ভগবন ধন্য ধন্য এ সৃজন
          তব মহিমা প্রকাশে এ  ভুবন
জরা আছে ব্যধি আছে সুখ দুঃখ
         শুনুন এ বিশ্বের অমৃতের পুত্র
হবে মৃত্যু হবে ধ্বংস এবং প্রলয়
     তবু আসবে জীবনধারার কিশলয়।।