সব শিশুর ভিতরে
অনন্ত সম্ভাবনা ঘুমিয়ে আছে অন্তরে
বীজের ভিতরে যেমন মহীরুহ থাকে
শিশুর মধ্যে উজ্জ্বল ভবিষ্যৎ জাগে
অনুকুল পরিবেশ যদি না পায়
মহীরুহ বীজের ভিতরে শুকিয়ে যায়
ভবিষ্যতের স্বপ্ন অকালে হারায়
বীজের জল, বায়ু, আলো, মাটির দরকার
তা পেলেই সে ধীরে ধীরে পায় তার আকার
শিশু আগামী দিনের কান্ডারী
কান্ডারীর যোগ্যতা একান্ত দরকারী
প্রতিভাকে জাগাতে লাগে নিপুণ প্রশিক্ষন
শিক্ষা দিতে চাই নুতন নুতন উদ্ভাবন
বিদ্যালয়ে দক্ষ শিক্ষকের একান্ত প্রয়োজন
শিক্ষার্থীর মেধাকে করা চাই অনুধাবন
সকলের জন্য শিক্ষা প্রধান অধিকার
অধিকাংশ শিশু বঞ্চিত থাকে এ মুল্যবান সম্ভার
শিক্ষাদানের দৈন্যদশা বর্তমান লক্ষ্যনীয়
পুঁথিগত বিদ্যা কণ্ঠস্থ করা নিষ্প্রয়োজনীয়
শিক্ষা দেয় ফলিত জ্ঞান, তৈরী কেরে চরিত্র গঠন জমি
বিদ্যালয় নয় রাজনীতির আড্ডা, মৃত্যুর লীলাভূমি
শাসকের যদি সৎ উদ্দেশ্য না থাকে
বিদ্যালয় পরিনত হয় রাজনীতির আখড়াতে
তাইতো সম্ভাবনাময় মেধা অন্য দেশে পাড়ি দেবে
তবে কি ভাবে দেশের মেধা জগতে শ্রেষ্ঠ আসন নেবে?
স্বাস্থ্য ও শিক্ষাক্ষেত্র যদি ব্যবসা ক্ষেত্র হয়
সমাজ সেবায় দুটি ক্ষেত্রের মুল্য না রয়
অধিকাংশ ডাক্তার শিক্ষকই কাজ করেন টাকার লোভে
সমাজ সেবার শপথের কথা কেবা ভাবে ।।