শ্রাবনে বরষা ঝরে ঝরো ঝরো
চারিদিকে মাঠ জলে ভরো ভরো
অম্বরে মেঘ ওঠে গুমরি গুমরি
ঘ্যাঙর্ ঘ্যাঙ্ করে ডাকিছে দাদুরী
বিদ্যুতের ঝলকানি ঝক মকিছে
অপূর্ব প্রভাত ছবি দোলা দিয়েছে
রুম ঝুম রুম ঝুম নাচছে ময়ূর
ম ম করা সোঁদা গন্ধে হয় ভরপুর
বৃষ্টি পড়ছে অবিরাম টাপুর টাপুর
রুনু ঝুনু ঝুনু বর্ষা রাণীর নুপুর
ভিজে দুটি কাক গাছে চুপ চাপ
পাতা থেকে জল পড়ে টুপ টাপ
বাতায়ন পাশে একা আছি বসে
শির শিরে শীতল সমীর মুখে আসে
খসে পড়ে অসংহত বক্ষ আঁচল
মৃদু মন্থর মধুর পবনে ওড়ে কুন্তল
একাকী ঢাউকী বারে বারে ডাকে দুরাঞ্চল
স্থির হয়ে জল পান করে পিপাসার্ত বনাঞ্চল