সন্দুরবনের বাঘ
সুন্দরবন ঠিক ধারে বাস ছিল এক কুঁড়ে ঘরে
বিঘে খানেক জমি ছিল সাত পুরুষ ধরে
জমির আনাজ নদীর মাছ অভাবেও আনন্দে
রাতদিন খেটে পরিবারের দিন কাটে ছন্দে
মাঝে মাঝে ঘুর্নিঝড় আসে পালিয়ে যাই ত্রাসে
ঘর ভাঙ্গে নোনা জল চাষ জমি গ্রাসে
দুতিনদিন ধরে উপোষ করে থাকি বড় রাস্তায় বসে
সরকার থেকে খাদ্য ত্রান আসে
অর্ধেক আমরা পাই অর্ধেক যায় নেতার ঘরে
বাড়ী তৈরীর টাকা আমরা পাই না অন্যের পেট ভরে
বাঁধ তৈরীর টাকাও আসে হয় না বাঁধ,
টাকা খায় জলের কুমির বা বনের বাঘ
কোনো রকম পাতা খড় কুটো জড় করে
নূতন ঘর বাঁধি গায়ে ঘাম ঝরে
জঙ্গলের বাঘ নদীর কুমিরেরও দেখা পাই
ডাঙ্গায় বাঘ জলে কুমির নিয়ে আমরা রই
এই ভয়ঙ্কর জায়গায় লড়াই করে বাস আমাদের
এর চেয়ে আরও ভয়ানক সশস্ত্র বাহিনী নেতার
যদিও বাঘ ও কুমিরকে এড়ানো যায়
ভয়াবহ নেতা ও তার সৈন্যদলকে এড়ানো দায়
তারা ভুতের মতো আসে, আবার হয় অন্তর্ধান
এরা কোথাকার নাগরিক দেখে সকলে হয় অজ্ঞান
এবার আমার জীবনে মর্মান্তিক সত্য ঘটনা বলি
আমার মতো আরও পরিবার সকলে এক সঙ্গে চলি
একদিন শুনি নেতা কিনে নিচ্ছে আমাদের জমি
তার দরকার শ’খানেক বিঘা ভূমি
সে নাকি করবে বাগান বাড়ী মাছের খামার
বিঘা প্রতি দাম দিচ্ছে এক হাজার
শুনে সর্ষে ফুল ফুটলো আমার চোখে
দুশ্চিন্তায় কোনো রকম দিন যায় কেটে
হঠৎ একরাতে যমদুত সম উদয় দুই ব্যাক্তির
বলে“নাও একহাজার এক বিঘার পরিবর্ত্তে”
আমি পায়ে পড়ে বলি বারে বারে
মাসখানেক সময় দাও আমারে
হুট করে জন্মভূমিকে ছেড়ে যেতে বড়ই মায়া লাগে
এই মাটি মেখে কাটিয়েছি আমার শৈশবে
এই গাছপালা ও জমির কাছে আমরা ঋণী
এদের ছেড়ে যেতে মনে লাগে ব্যথা জানি
পাঁচ দশক ধরে কাটিয়েছি হেথা
মরতেও চাই হেথায় এই ছেঁড়া কাঁথায়
শুনি মোর কথা আগুন ছোটে চোখে
হুঙ্কার দিয়ে চোখ পাকিয়ে বলে আমাকে
কোমরে লাথি মারে বন্ধুক ধরি হাতে
“যা এক্ষুনি যদি বাঁচার ইচ্ছা থাকে”
‘চলে না গেলে ছেলে মেয়ে সহ পাঠাব যমের ঘরে”
প্রনাম করি আমি হে জন্মভূমি ক্ষমা কর ভুমি মোরে
ঘুম ঘুম চোখে সকলে একবস্ত্রে এসেছি চলে
ফিরে তাকাই নি মোর জন্মভূমি আর কোনো কালে
পরদিন সকালে পুলিশ ষ্টেশনে গেলে পরে
বড়বাবু বলে “পালা নাহলে গারদে দেব পুরে”
বহু কষ্টে তিন দিন পরে আশ্রয় নিই শহরে ফুটপাতে
যন্ত্রনায় এখন দিন কেটে যায় বটে
মনে পড়ে আজ সেই ক্ষেতের আনাজ
নদীর নানা মাছ তার অপুর্ব স্বাদ করা যার না আন্দাজ
হে ঈশ্বর কি নির্মম নির্যাতন তোমার রাজত্বে
গরিবেরা কি চিরদিন মার খেয়ে খেয়ে বাঁচবে?