প্রেম আসে প্রানে সংগোপনে
চুপি চুপি হৃদমাঝে সর্ন্তপনে
কামই আসে ছদ্মবেসে পাগল করে ভালোবেসে
আপনজন ছেড়ে মন
লয়ে একমাত্র প্রেমধন
চলে যাও অজানার দেশে কারও কথা মনে না আসে
পিতা মাতা ভাই ভগিনী
বন্ধু বান্ধব দারা সূত স্বামী
পড়লে অজেয় কামের ফাঁদে পরে হৃদয় দুঃখে কাঁদে
মিলনে কামের চাহিদা হয় পানসে
প্রেমের আকুতি হয়ে যায় ফাকাশে
পাওয়ার আগে প্রেম জমে গলতে শুরু হয় মিলনে
গলতে গলতে উবে যায়
ডির্ভোসে পরিণতি পায়
বর্তমানে প্রেমের আধিপত্য রকেট গতিতে বাড়ছে
সংসার এখন বলির বাঁধ ছোট্ট এক ঢেউতে ভাঁঙছে
কচিকাঁচা নুতন অতিথিদের জীবন হয়ে যায় নরক
তাদের আর কেউ থাকে না জগতে করার তদারক।।