পড়িলাম প্রেমের ফান্দে
এখন পরান আমার দুঃখে কান্দে
সয়মে অসময়ে সে বাজায় বাঁশি
কানে শুনতে পাই না মনে লাগে আসি
মনেতে লাগলে পরে অসহ্য আঘাত করে
ছুটে যেতে ইচ্ছা করে থাকতে পারি না ঘরে
কালার কাছে গেলে পরে এ আঘাত এমনি সারে
এ রোগ সৃষ্টিছাড়া কোনো বদ্যি সারাতে নারে
যতই থাকি গৃহকাজে সদাই বাঁশি মনে বাজে
প্রান আমার আকুল করে কোনো কাজে মন না ধরে
এ জ্বালা বিষম জ্বালা. মন সহিতে নাহি পারে
কোনো খাদ্য মুখে না ওঠে সদা মন কালার দিকে ছোটে
নিশি আগমনে ঘুম আসে না নয়নে
বাঁশি বাজে সারা রাত, থাকি জাগরনে
উদ্বেগে কেটে যায় ক্ষন বাঁচতে আর চায় না মন
প্রান গেলে মিটে যাবে প্রেমের যন্ত্রনা
কালার কি হবে তা আমি জানি না