প্রভাত বেলা
আজ সোনা ঝরা প্রভাতে
বাজলো তোমার মধুর বাঁশি
জাগলো ধরা রবির গানে
কুঞ্জবনে ফুটলো ফুলের হাসি
বিহগ কুজনে মনের ভূবনে
নুতন আনন্দে উঠলো জাগি
ধীরে ধীরে বায়ু সুগন্ধ আনে
প্রকৃতি আজি ফুটলো সাজি
আাকাশে বাতাসে বীণার সুরে
ভরলো সে সুর মনের দ্বারে
মায়ের মুখে মধুর হাসি ঝরে
ভাসে ধরা আলোর জোয়ারে
মাটির মন্দিরে সহস্র আলো
ঝিকমিক করে ঘাসের উপরে
তমসা তিমির সরেছে দূরে
উঠেছে রবিচ্ছবি পুর্বগগনভালে
স্নেহ সমীরন এসেছে দ্বারে
রঙে রঙে রাঙলো পুষ্প বৃক্ষডালে