আমায় এমন শক্তি দে মা,
           বুকে সাহস ভরে দে মা,
আমি ফুঁ দিয়ে যেন নিভাতে পারি,
              কালাগ্নি সব অশুভের ৷
আমি হাত দিয়ে যেন টলাতে পারি,
                সিংহাসন সব স্বৈরাচারীর ৷৷
যাদের হিংসায় ভরে আছে অন্তর,          
বদলাতে পারি যেন তাদের চরিত্র৷
                আমায় এমন দে মা মন্তর ৷
                 আমায় এমন দে মা মন্তর ৷৷
পৃথিবীর যত আছে সব অসুন্দর,
   আমি করতে পারি যেন রুপান্তর ৷
                  আমার এমন দে মা মন্তর ৷৷

যাদের মনে ভরা আছে বিদ্বেষের বিষ,
   আমি করতে পারি যেন তাদের নিঃশেষ ৷
যারা মেতে আছে ধরাকে করতে ধ্বংস,
  আমি করতে পারি যেন তাদের নির্বংশ ৷
                মোর এক হাতে দে মা বাঁশি,
                         আর হাতে দে অগ্নি,
       বাঁশি দিয়ে যেন আমি ছড়াই হাঁসি ৷
                         যুদ্ধে হই পুত্র যমদগ্নি
                              আর হাতে দে অগ্নি ৷৷


আমি আগুনের মতো জ্বলব,
         তুফানের মতো চলব ৷
যারা তৈরী করছে মারণাস্ত্র
            নিজেরা করে মন্ত্রনা ৷
বোঝে না মোটেই তারা
           মরনের কি যে যন্ত্রনা ৷
তাদের আমি ধ্বংস করি
         এ যেন হয় মোর সান্ত্বনা ৷৷
    আমায় এমন শক্তি দে মা ৷৷
    যে সব জ্ঞানীরা টাকার লোভে,
       খেলতে চাইছে নিয়ে প্রান,
  শস্য শ্যামল আলোয় উজল
      আনতে চাইছে আঁধার খান ৷৷
   পৃথিবীর বুকে ভরতে চাইছে
            হাহাকারের মৃত্যুবান ৷
       আমি যেন তাদের মরনের গাহি গান
           আমায় এমন শক্তি দে মা ৷৷

আমি ভীত হয়ে আর থাকব না,
অযথা প্রশস্তি আর গাইব না,
ধর্মের নামে বজ্জাতি আর সহিব না,
আমি কোনো অন্যায় আর দেখব না ৷
আমায় এমন শক্তি দে মা
তোর কাছে এই আমার প্রার্থনা ৷৷