প্রকৃতি সৃর্ষ্টি ও পালন কর্ত্তী, মায়ের সমান ৷
তার কোলে বড় হই মোরা, সবই তার দান ৷৷
খাদ্য দেয়, বস্ত্র দেয়, যোগায় বেঁচে থাকার রসদ ৷
চারিদিকে আবরন দিয়ে রাখে প্রান, দেয় পরিচ্ছদ ৷৷
নির্মল আকাশ, শুদ্ধ সমিরন, পূণ্য শীতল জল ৷
শস্য শ্যামল মাটি ঊর্ব্বর, তরু ভরা মধু ফল ৷৷
এই পৃথিবীতে সকলই প্রকৃতির নিয়মে চলে ৷
নিয়মের ব্যতিক্রমে, ধ্বংস আসে অবহেলে ৷৷
জীবনও নিয়মে এগিয়ে চলে জন্ম থেকে মৃত্যু ৷
এক পল থেমে যায় না, এটাই চিরকালীন সত্য ৷৷
হে মাতঃ তোমাতে যারা ভরছে কালকুট বিষ ৷
তোমার অমুল্য রত্নভান্ডার করচ্ছে নিঃশেষ ৷৷
যারা তোমার সুশোভন দেহ করছে নিত্য ধ্বংস ৷
মাগো তোমার চরন ধরি, তাদের কর নির্বংশ ৷৷
যেমন তুমি দয়াময়ী, স্নেহময়ী, সুন্দরী, অপরুপা ৷
আবার তুমি ভীষনা, ভয়ঙ্করী, মহাকাল স্বরুপা ৷৷
সুনামি ভূমিকম্প ঝড়ে, মানবে যতই দাও শিক্ষা ৷
অবুঝ তোমার সন্তানরা নিজেরে করে না রক্ষা ৷৷
বিজ্ঞানের জ্ঞান দিলে তুমি, কষ্ট লাঘব করার তরে ৷
সেই জ্ঞানের অপপ্রয়োগে নিজেরা মারে ও মরে ৷৷
উদ্ভিদ্ সৃষ্টি করে জোগাও খাদ্য শুদ্ধ জল ও বাতাস ৷
এমন বন্ধুকে ধ্বংস করে ডেকে আনছে অভিসাপ ৷৷