হাজারো বছর ধরে আসিতেছি মহীর পরে
আমি সেই মহাপ্রাণ I
ক্ষুদ্র কিন্তু পূর্ণ, জীবের দেহে চৈতন্য ধরে
বিবেকে এবং জ্ঞানI
শরীর জীর্ণ ক্ষতিগ্রস্থ ও অযোগ্য হলে বাস
পূর্ণের সাথে মিলে যাই I
আমি পূর্ণ ব্রহ্ম, পূর্ণ হয়ে সর্বত্র করি আবাস
সৃষ্টি বা ধ্বংস নেই I
আমি যে কোনো কণা থেকে ক্ষুদ্র ক্ষুদ্রতম
ব্রহ্মান্ড হতে বিরাট I
আমি একই সাথে দুইই, অসীম ও সসীম
হালকা, ভারী জমাট I
আমি কখনো দৃশ্য কভু অদৃশ্য, ঘুরি ব্রহ্মান্ড
আমি সদাই সদাই পূর্ণ I
আমার সৃষ্ট সকলই পূর্ণ আমি পরম ব্রহ্ম
করি বিশ্বের সকল কর্ম I
থাকি নিরাসক্ত, নেই কোনো রকম বাসনা
আমি অনাদি ও শ্বাশত I
অস্ত্র ছেদ ও আগুন দগ্ধ করতে পারে না
হই না সুখী বা দুঃখিত I
আমি পরমানন্দ, চিরসত্য ও অপরিবর্তনীয়
সকল পরিবর্তনের কারণ I
আমার নিয়মে চলে ব্রহ্মান্ড অনন্ত সময়
নিয়মের নেই পরিবর্তন I
আমি ধর্ম বা জাতি সৃষ্টি করি নি এ ধরার
গুণ ও কর্মের ভাগ আছে ভবে I
সকল ধর্ম ত্যাগ করে শরণে এলে আমার
দুঃখকষ্ট হতে মুক্তি পায় সবে।।