বৈশাখে এক ঝড়ের রাতে
গেছি আমি আম কুড়াতে
সেনবাবুর বিরাট বাগানথানা
ফুল ফলের হরেক গাছ নানা
আমের গাছই অনেক রকম
টকমিষ্টি লম্বাগোল নানান্ ধরন
বৈশাখমাসে প্রচন্ড ঝড়ের চোট
গাছ থেকে আম পড়ে পটাপট
বাগানে কিছু এঁদোপুকুর আছে
গ্রীষ্মে জল শুখে শুধু পাঁক থাকে
বেশ থানিকটা আম বস্তায় ভরে
বস্তাটা পিঠে নিয়ে ফিরছি ঘরে
আঁধার তাতে আবার বরষা ধারা
রাস্তা পিচ্ছিল,মাঠঘাট জলে ভরা
পড়বি তো পড় পুকুরের পাঁকে
পাঁক সামান্য নয় গলাঅব্দি ডাকে
কষ্ট করে উঠেছি ডাঁগায় আম ছেড়ে
দেহটা পাঁকে ভরা চলেছি রাস্তা ধরে
দুরে দেখি পাড়ার বন্ধু রামু আসছে
যেই না দুর থেকে আমায় দেখেছে
“ভুত” চেঁচিয়ে উঠে পড়ে গেল পথে
“কি হলো রে বাবা;” দেখি গিয়ে কাছে
যত ডাকি নেই কোনো নেই নড়াচড়া
আমি ভাবছি সে হয়ে গেছে মড়া
ততক্ষণে বৃষ্টির জলে পাঁক ধুয়েছে
তার বাড়িতে খবর দিই মরে গেছে
লোকজন গিয়ে দেখলো জ্যান্ত আছে
তোৎলানো গলায় “ভুত ভুত” বলছে।।