আগুন লেগেছে দেশে
আগুন
পালিয়ে যাওয়া সম্ভব নয়
জাগুন
একে একে ধরছে আগুন
পুড়ছে
দমকল কর্মীরা নির্থক
লড়ছে
আগুন নিভছে না কিছুতে
নেই জল
চেষ্টাতেও হবে না কোনো
সুফল
পুড়ে সব খাক্ হলে আগুন
নিভবে
তখন হয়তো সবাই আবার
জাগবে
দামাগুনে পুড়ে চলেছে
ক্রেতা
করাগুনে পুড়ছে সকল
বিক্রেতা
প্রেমাগুনে পুড়ছে হায়
যুবযুনি
কামাগুনে পুড়ে মরছে
অজ্ঞানী
অশান্তি আগুনে পুড়ছে
গৃহবাসী
ঈর্ষাগুনে জ্বলছে ও হচ্ছে
রেশারেশী
দলাগুনে পুড়ছে আজ
দেশটা
উচ্চাশা আগুনে পুড়ে
জীবনটা
লোভ আগুনে পুড়ছে
নেতারা
বেকার আগুনে পুড়ছে
যুবারা
পণাগুনে পুড়ে মরছে
নবোঢ়া
দেহাগুনে পুড়ছে সমস্ত
যুবাবুড়া
বড় খতরনাক হিংসা আগুন
এখনও সময় আছে জাগুন
না হয় পুড়ে পুড়ে মরুন