কেউ কি দেখছ সিংহের হরিণ শিকার
অস্তিত্বের লড়াই চলে অনিবার
গ্যালাক্সি, সুপারনোভা উল্কা
ঘটে চলেছে সংঘর্ষ মহাবিশ্বে বারবার
প্রত্যেকদিন কয়েকটি নক্ষত্রের হয় মৃত্যু
সৌরজগতে গ্রহ বস্তুখন্ডের সংঘাতে পৃথিবী সৃষ্ট
লড়াই চলছে বিশ্বের কোনে কোনে
হার জিতের খেলা চলে সমানে সমানে
সিংহ বনের রাজা
বাগে পেলে মহিষ ও তাকে দেয় সাজা
উদ্ভিদ কীট পতঙ্গ বিহঙ্গ সবাই লড়াই ময়দানে
অহরহ যুদ্ধ করে বাঁচে থাকার জন্যে
জীব তাদের অস্বিত্ব রক্ষা করতে জানে
প্রধানতঃ করে জননে ও সন্তান প্রতিপালনে
প্রকৃতি দিয়েছে মাতৃস্নেহ সকল মায়ের মনে
জীব জননী জীবন দিতে পারে বাঁচাতে সন্তানে
একাধারে চলে অস্তিত্বের সংকট অবিরাম
অন্যদিকে চলে টিকে থাকার সংগ্রাম
এইভাবে চলছে পৃথিবীর জৈব বৈচিত্র্য
মানুষেরা স্বার্থের জন্য প্রকৃতিকে করে প্রতারিত
মাতৃদুগ্ধ শিশুর প্রথম ও প্রধান পুষ্টি উপাদান
এই দুর্লভ সম্পদে বঞ্চিত শিশুরা বর্তামান
মায়েরা শিশুদের ফেলে পালান
নিজের সুখ তার কাছে হয় প্রধান