প্রকাশ্য রাজপথে আমরা দুজন হেঁটে চলেছি উলঙ্গ
ভীষন ভয় ও লজ্জা গ্রাস করেছে
চারপাশে উন্মত্ত জনতা মানসিক বিকারগ্রস্ত
সকলে চোখেই ধর্ষন করছে আমাদের
অবাচ্ছিত হাতও এসে পড়ছে শরীরে
আমরা নিরুপায় বিভ্রান্ত বিপর্যস্ত কিংবর্ত্তব্যবিমুঢ়
হঠাৎ আমার সামনে এক চরম সত্যের পর্দা
উৎঘাটিত হলো, আমি দেখলাম
এই পৃথিবীর অধিকাংশই নগ্ন, লজ্জাহীন
যাদের লজ্জা আছে তাদেরই বস্ত্রের প্রয়োজন
দর্শনীয় পোষাক পরিহিত
নির্লজ্জরা চারদিকে আধিপত্য করছে
দাপিয়ে বেড়াচ্ছে, ধর্ষন করছে স্বাধীনতা
চুরি করছে মানবিকতা, লুন্ঠন করে নারীত্ব
মিথ্যা বলে লুটে নিচ্ছে গরীরের রক্ত
এদের কর্মপদ্ধতি উলঙ্গের চেয়ে লজ্জাকর
যে জনতা আমার পিছনে উল্লাস করছে
তারা কি লজ্জাহীন নয়?
তবুও ওদের লজ্জা নেই
আমি লজ্জিত হব কেন?