শিশির সিক্ত পথে কে ঐ যায়
আলতা পরা পায়, কে যায়
রুনু ঝুনু ঝুনু নুপূর বাজছে পায়
অঙ্গে বসন সবুজ বরন
শরীরে তার নানা আভরন
করছে তারে সাদরে বরন
শিউলী বিছিয়ে পথে
সে এসেছ স্বর্ণ রথে
কর্ণে তার দোলনচাঁপা
গলায় পরেছে সীতাহার
রজনীগন্ধায় ভরেছে খোঁপা
হাতে শোভিছে জুঁইর সার
মাথার মুকুটে শোভে রাধাচুড়া
আঁচলেতে আঁকা শাপলা পদ্ম
কপালের টিপে সুর্যমুখী ধরা
অঙ্গে বহিছে বেলী মল্লিকার গন্ধ
মনমোহিনী বেসে কে সে এসে
এ ভূবন রূপে ভরালে
জগতে আনন্দ ছড়ালে