(১)
প্রভূ, তোমার বিরাট এই রাজত্বে
কত কিছু আছে আমাদের অজান্তে
অবাক করা সবটুকু
জানা হয় নি একটুকু
চলে যাব, রয়ে যাবে সব অজ্ঞাতে।।

(2)
মৃত্যু অনিবার্য ও নিশ্চিত একদিন হবেই
সকলেই বিস্মৃত থাকে তারাও মরবেই
সমস্ত ধনরত্ন থাকবে পড়ে
রাখা যায় না কিছুই ধরে
শুধু সৎকার্যই পৃথিবীতে অক্ষত থাকবেই।।