আসল শিক্ষা চরিত্র ও ব্যবহার সুগঠিত করে
সুন্দর ব্যক্তিত্বের মধুর সুবাস ছড়ায় চারিধারে
শিক্ষাগত যোগ্যতার মুল্য হেথা অতীব নগন্য
মানুষের মনুষ্যত্ব ও মানবিকতাই পায় প্রাধান্য।।
শিক্ষার কোনো মুল্য থাকে না
যদি তার প্রজ্ঞা ও প্রয়োগ চিন্তা না থাকে
অন্ধের কাছে আয়নার প্রয়োজনতা কিবা রাখে?
ত্যাক কর নিজ স্বার্থ
সন্তানের ভবিষ্যৎ তরে
তোমার কর্মের উপরে
সন্তানের স্যফল্য নির্ভর করে
সন্তানকে ভালোবাসে ধরার সমস্ত জীব
সন্তানে রেখে যায় ভবিষ্যৎ প্রজন্ম বীজ।।