ব্রক্ষ্মময়ী কালী তুমি
পায়ে শিবকে নিয়ন্ত্রন কর
রহস্যময়ী শক্তি তোমার
কেউ এর জানে না তল
ব্রক্ষ্মময়ী মা আমার, এ কেমন খেলা বল?
ব্রক্ষ্মন্ডের দিকে চেয়ে দেখি
সকল কর্ম কর গোপনে থাকি
তোমার কালো মুখগহ্বর চারদিকে
ভীষন আগুন জ্বলে ধিক্ ধিকে
করালবদনা তুমি মহাকাশে অজস্র
গিলে নাও তারা গ্রহ প্রভৃতি জ্যোতিষ্ক
এই জলন্ত প্রকান্ড মুখে
সকল বস্তু বেগে আসে ছুটে
সমস্ত কিছু ঢোকাও পেটে
আলোও বেরোতে পারে না মোটে
এ তোমার কেমন তর ছল
ব্রক্ষ্মময়ী মা আমার, এ কেমন খেলা বল
একহাতে কর ব্রক্ষ্মান্ড বিস্তার
তোমার শক্তি সাগরে অসংখ্য পদার্থ দিচ্ছে সাঁতার
এই সাগরে বুদ্ বুদ্ সম
সকল পদার্থের দাও জন্ম
তুমিই মা সৃষ্টি, তৃমিই আবার ধ্বংস কর
পরমাণুর ভিতর স্থাণুর উপরে নৃত্য কর।।