মহাকাল এ নদী তীরে হাঁটিতেছি আমি ধীরে ধীরে
মিলিতে চলেছি অসীম সাগরে
নদী তীরে আছাড় খাই আবার আমি ঊঠে দাঁড়াই
চড়াই উৎরাই তো পেরোতে হবে
একাই চলেছি নদী পথে যদিও অনেকে আছে সাথে
কেউ নয় তারা মোর আপনার
পথের দুঃখ কষ্ট যত সহিতে হবেই একা অবিরত
অন্য কেহ নেবে না তার ভার
অনন্ত সাগরে যাব মিশে কণাকারে যাব মহাকাশে
মিলে মিশে হয়ে যাব একাকার
যদি আবার আসি ফিরে হাঁটতে হবে ঐ নদী ধরে
নিয়ে অন্য রূপ, অন্য আকার
মোহনায় যখন পৌঁচাবো চড়ায় তখন আটকে রব
জানি না কখন নিস্তার পাব
মোহনায় আছে যে যন্ত্রনা কারো নেই তার ধারনা
কতদিন পড়ে কাল কাটবো
ক্ষেত্র যবে প্রস্তুত হবে কালের মাঝি ডেকে নেবে
মিশে যাব অসীম সাগর নীরে
তখনই পারের মাঝি সাথে দেখা হবেই মোর সাথে
দেখবো তাকে এ দুনয়ন ভরে
সে আমায় আদেশ দিলে
যাব অন্য জায়গায় চলে
এই ভাবে আসা যাওয়া চলে কালে কালে।।