বোঝ নাকি মন কষ্টের এ জীবন
এলে এ ধরায় অনিবার্য হবে মরন
সুখ ও দুঃখ হেথা ঘোরে চক্রাকারে
তাই দুঃখ আসে জীবনে বারে বারে
জ্বরা ব্যাধি পীড়িত হয় মরণের আগে
সহ্য করতে হয় মানুষকে এ ভবে।।
ধর্ম মানে ধরে রাখা শান্তির জীবন
মেনে নিয়ে নীতি কানুন অনুশাসন
মানুষের ধর্মই রক্ষা করা মনুষ্যত্ব
সরল বিশ্বাসে হয়ে ঈশ্বরের ভক্ত ।।