বামপন্থী হোক বা দক্ষিনপন্থী
যদি না হয় মানবপন্থী
সকলে জনতার পরিপন্থী ।।
সব পন্থীরা বর্ষণ করে গুম্ভীরাশ্রু
সাধারন মানুষের হয় যখন মৃর্ত্যু
পন্থীদের ভেজে না তো শ্মশ্রু ।।
কোনো পন্থীর দরকার নাই আাজ
সকলে তারা স্বার্থপর ধান্ধাবাজ
তারা শুধু চায় করবারে রাজ ।।
রাজ করলে আছে মধু
চাক না ভেঙ্গে খাবে শুধু
নেতারা তো চায় এমন যাদু ।।
ভোটের আগে হাত জোড়
ভোটে জিতলে ভুঁইফোড়
জনতা তখন আঁস্তাকুড় ।।
জনতা এখন সবই বোঝে
কোন পন্থী ধরবে তাই খোঁজে
ছদ্মবেশীরা ঘুরছে সাধু সেজে ।।
মানববাদী যদি হয় একজোট
জনতা তখন দেবে তাকে ভোট
সব জোট হয়ে যাবে ঘোঁট ।।