গৃহ সন্ন্যাসী
গৃহ সংসার লোকালয় ছাড়ি, কহ গো সন্ন্যাসী
কিসের লাগি কৃচ্ছসাধন হিমালয় কন্দরে বসি
মুক্তি সন্ধানে কঠোর সাধনে রত জীবন বরবাদ
সংসারে কাটিয়ে কাল পাওয়া যায় মুক্তির স্বাদ
ঋড়রিপু কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য
এদের বসে আনতে পারলে পাওয়া যায় ঐশ্বর্য
মানবের মন সদাই চঞ্চল ও বসে আনা কঠিন
কিন্তু নিত্য অভ্যাস দ্বারা হয় এ অসাধ্য সাধন
মনই মানবের শত্রু আবার মনই তাদের বান্ধব
চঞ্চল এবং অস্থির মন নানা বিষয়েই হয় ধাবিত
এইহেন মন দুঃখ অশান্তি অতৃপ্তি বিষণ্ণতায় ভরে
কারণ মানুষ ফলাকাক্ষার আকাঙ্খায় কাজ করে
কর্মফলে আশ্রয় না করে কর্তব্য কর্মও করা যায়
পার্থিব মানসিক দুঃখ কষ্ট থেকে মুক্তি আসে তায়
মন প্রশান্ত হলেই পাওয়া যায় মুক্তানন্দের আস্বাদ
ইহকালের শোক যন্ত্রনা মুক্তিই আমার অভিলাষ
পরকালের মুক্তি এ আমার নয়, চাই এই জীবনে
বর্তমানে থেকে মনকে বসে আসে ঈশ্বর শরণে
ষড়রিপু সম্যকভাবে নাশ হয় যার সেই সন্ন্যাসী
পাঁকাল মাছের মতো সংসারেই হওয়া যা্য় ঋষি।।