কালের গাঙে নাও বাইও
হেইও রে হেইও মারো টান
নৌকা আমার জীবন রে ভাই
নৌকা আমার প্রান
যৌবন আসে নদীর জোয়ার
পালে লাগলে ভাগ্য বায়
বিনা বাধায় চলে অরিবার
কোথাও নেই সঙ্গি সাথী
কোথাও নাই বন্ধু আমার
একাই গাঙে ভেসে চলি
মিলিব গিয়ে অনন্ত সাগর
ভাই রে ……………
যখন আমি উজান বাই
ঘাম ঝরে মোর গায়
সকল বাধা জয় করে
সামনে দিকে এগিয়ে যাই
এমনি করে দিন যাবে রে
দেখা দেবে মোহানা
সাগরের ডাক শোনা যাবে
মুছবে নদীর সীমানা
অসীম সাগরে মিলে যাব রে
ভুলে যাব নদীর নাম
দেখা পাব অচিন পুরী
আসবে পরমানন্দ বান
হেইও রে হেইও মারো টান ।।