কর্তব্য
ভগবান, যে কাজ অর্পণ করেছ আমারে
মন প্রাণ দিয়ে সেই কাজ চাই করিবারে
সুনাম আসুক, বদনাম হোক নিষ্পৃহ থাকি
তব পাদপদ্ম শ্রীচরণ পরে সদা মন রাখি
অনাদরে যদি কেহ মোরে করে অপমান
আমি যেন তারে শ্রদ্ধায় করতে পারি সম্মান
অহংকার বা রাগে যদি কেহ করে তিরষ্কার
আমি তারে ভালোবেসে দিতে চাই পুরষ্কার
কাম, লোভ ও ক্রোধ থেকে মুক্ত হতে পারি
প্রসন্ন চিত্তে ভয়, শোক, মদ পরিত্যাগ করি
শত্রু ও মিত্রের সাথে সদা যেন সমান আচরি
যত ভারাক্রান্ত হইনা কেন মুখেতে হাসি ধরি
আমার কর্তব্য কর্মে আলস্য কখনো না আসে
নিষ্কামভাবে কাজ করি যেন তোমার নির্দেশে
মান-যশ-প্রতিষ্ঠা লাভের না থাকে আকাঙ্ক্ষা
শিব জ্ঞানে জীবে প্রেম থাকে যেন মনে আঁকা ।।