আঁধার কালো রাতে
তুমি আমার আকাশের ধ্রুবতারা
অকুল মহাসাগরে
দেখাও দিশা যখন আমি দিক্হারা
তুমি যদি নাই থাক মম গগনে
আমি ডুবে যাই আঁধার গহিনে
তোমারই জন্য জীবন আমার ধন্য
তোমার কাছে আমি হয়তো নগন্য
তুমি ছাড়া আমি ফনি মণি হারা
তুমি মোর আকাশের ধ্রুবতারা
আমার জীবনে থাক সাথে
পথ চল ধরে মোর হাতে
আমি তোমারই তুমি আমারই
জীবনের কালো রাতে
তুমি ছাড়া আমি পথহারা
তুমি আকাশের ধ্রুবতারা ।।