সমুদ্রের ঢেউর মতো
             জীবনে উঠছে অশান্তির ঢেউ ৷
সকাল থেকে গভীর রাত
            এর থেকে নিস্তার পায় না কেউ ৷৷
    ভোরের রক্তিম সুর্যের আলো
                নিয়ে আসে অশান্তির কালো ৷
ভোরের পাখির কলতান
            বিষময় মনে হয়, যেন সব খেলো ৷৷
                          যা্দের পেটে নাই ভাত
                হাতে নাই কাজ, মনে শুধু ভয় ৷
     ছেঁড়া কাঁথার রাতের বিছানাই
                 তাদের কাছে মনে হয় মধুময় ৷৷
দিন হলেই মাথায় উঠে
                       দুঃশ্চিন্তা ও হতাশার ঢেউ ৷
   এই ঢেউ ডোবায় সারাদিন
                      খাবি খায় বাদ যায় না কেউ ৷৷