হে ভগবান দয়ার নিধান
মানব ধর্ম রক্ষার তরে
কালে কালে মানব মহান
পাঠিয়েছ এ ধরার পরে
যখন মানুষ গেছে বিপথে
এঁরা দেন সত্যের সন্ধান
উপদেশ অনুশাসন পথে
লোকশিক্ষা উন্নত জীবন
এঁদের জীবনযাত্রা ছিল
সরল সৎ,অতি সাধারন
সততা মমতা মায়া ছিল
তাঁদের স্বচ্ছ চরিত্র চিত্রন
এঁরাই ধর্মগুরু বলে খ্যাত
প্রেমে সিক্ত করেন ধরাকে
মানব ধর্ম করেন প্রতিষ্টিত
জীবনে আনেন শান্তিকে
চিরাচরিত অর্থ নয় ধর্মের
মানব ধর্ম শ্বাশত সনাতন
প্রত্যেক পদার্থ ও জীবের
নিজস্ব কিছু ধর্ম করে ধারন
গুরুরা তাকে করান স্বরণ
মানবকুলের শান্তির কারন
এঁরা করেন না অর্থ হরন
শুধুই কাজ মানব কল্যান
এখন ধর্মগুরু ব্যবসার ফাঁদ
ভন্ড অসৎ ভাবে অর্থ লুটা
এদের চাল চলন ও ভাব
ঈশ্বর কিংবা সম্রাটের বেটা
থাকে রাজকীয় আশ্রমে
বিদেশী দামী দামী গাড়ী চড়ে
শিষ্যদের মিথ্যা সম্মোহনে
সহজেই সম্পদ ক্রমে বাড়ে।।