হে ঈশ্বর তুমি ধরায় এসো
এ কলঙ্ক অনাচার অধর্ম নাসো
যুগে যুগে এসে তুমি শুদ্ধ করেছ মর্ত্ত্যভূমি
তোমার পদস্পর্শে ধন্য হোক
আবার পবিত্র হোক এ ধরালোক
এ অবিচার অত্যাচার সহে না পৃথিবী
দুষনে ভরে গেছে ধরিত্রীর ছবি
দাও আরও ভালোবাসা অন্তরে জাগাও নবআশা
তবুও নীরব আছ তুমি নবী
সৃষ্টির রচয়িতা তুমি কবি
অন্তরে ভরো প্রেমের কণিকা
জীবনে দাও শান্তির মনিকা
সরাও দুঃখের অনল ঈর্ষা ভুজঙ্গের গরল
সরাও মনের সকল প্রহেলিকা
উজ্জীবিত কর মনে সহমর্মিতা
প্রজ্জ্বলিত কর জ্ঞানালোক
পবিত্র হোক এ ধরালোক