ধান কাটি, কাটি ধান
ধান কাটি, কাটি রে
কাস্তে নিয়ে চল
গান গেয়ে চল
কোদাল নিয়ে চল
মাঠে মাঠে চল
ধান কাটি
ধান মোদের পেটের অন্ন
ধান মোদের সুখ
ধান মোদের সবার জন্য
ধান মিটায় ভুখ
ধান কাটি
ধান মোদের সংসার রে ভাই
ধান মোদের সম্মান
ধান নিয়ে কাটাই জীবন
ধানেতেই থাকে মান
ধান কাটি
ধান মোদের জীবন রে ভাই
ধান মোদের রতন
ধান মোদের পরম ধন
ফলাই দিয়ে যতন
ধান কাটি
ধানের জন্য বেঁচে আছি মোরা
ধান দেয় নব আশা
ধানে জন্য গর্বিত মোরা
ধান মুখের ভাষা
ধান কাটি