উচ্চে থাকি জলদ মেঘ
করে তর্জন গর্জন নাদ
দীঘি নদী সমুদ্রকে উচ্চস্বরে বলে
আমার ধারায় পুষ্ট তোমরা সকলে
আমি যদি নাই দিই বারি ধারা সবে
শুকিয়ে অক্কা পাবে জল অভাবে
উচ্চে গিয়ে ধরাকে সরা মনে কর
তোমার জন্ম হেথা স্মরণে নাই ধর
উপরে গিয়েই তুমি হয়েছ উন্মাদ
গর্ব ও দর্পের তুমি পেয়েছ আস্বাদ
আমরা রক্ত শুকিয়ে দিয়েছি জনম
ভুলে গিয়ে জন্মদাতাকে নিচ্ছ গরম
দম্ভতে অ্ন্ধ হয়ে মাকে কর নির্যাতন
অহংকারে ভারি হলেই নিশ্চয় পতন।।