কালী কালী মহাকালী কালীকে পরমেশ্বরী
ঘোরদংষ্টা কঠোরাক্ষী মুক্তকেশী দীগম্বরী I
তুমি মা তমোশক্তি সারা ব্রহ্মান্ডে বিরাজিত
এ বিশ্বে সৃষ্টি ও ব্ধংস কর, কিন্তু তুমি গুপ্ত I
             তুমি মা ব্রহ্মান্ড প্রসবনী,
             তুমিই এ বিশ্ব প্রসারিণী,
তুমি আদিপরাশক্তি তোমাতেই বিশ্ব সৃষ্টি
নিহারিকা মাথার মুকুট ,অনিন্দ্য এক দৃষ্টি I
চন্দ্র সুর্য গ্রহ তারা তোমার দেহের অলঙ্কার
ছায়াপথ জবাফুলে গাঁথা তোমার গলার হার I
          তোমার বিশ্ব দেহ মহাসাগরে,
          শায়িত বিষ্ণু সহস্রার পদ্ম পরে,
করালবদনা মুখ কৃষ্ণগহ্বরে সবই নাও গিলে
আলোও বেরোতে না পারে এর ভিতরে গেলে I
তোমার গলায় দোলে মুন্ডমালা ধ্বংসের প্রতীক
এক হাতে বরাভয় মুদ্রা সুরক্ষা দেওয়ার ইঙ্গিত I
           সৃষ্টির আগেও তুমি বিরাজিত,
           তুমি মা সৃষ্টির ধারক ও বাহক,
তোমার রহস্য কে বোঝে? তুমিই আদ্যাশক্তি
দেহ হতে সদা প্রবাহিত মহাজাগতিক রশ্মি II