সত্যিই বিচিত্র মানব মন ও জগৎ সংসার
মানবের চরিত্র বোঝা খুবই কঠিন ব্যাপার
কেউ কেউ নিঃশব্দে কর্ম করে যেতে চান
কেউবা আবার শুধুই সমালোচনা করে যান
কাজ করার আমন্ত্রনে পালান পিছন ফিরে
বহু আছেন গোঁয়ার ভারি জগৎ তাঁকে ঘিরে
যতটুকু মাথায় ঢোকে সেই টুকু নিয়ে থাকেন
এর বাহিরে কতকি আছে তার খবর না রাখেন
যত বড় পন্ডিত আসুক তাঁকে বোঝানো দায়
তারাই নিজের দোষ কখনো দেখতে না পায়
তর্কযুদ্ধে কখনো তিনি হেরে যাওয়ার পাত্র না
কারন কখনো তিনি কিন্তু কারো যুক্তি মানেন না
পরের দোষ খোঁজার দিকে তিনি পারদর্শী ভারি
তার দোষ ধরলে পরে রাগে কম্প “মরি কি মারি”
অনেকে আছেন নিজেকে ভাবেন পণ্ডিতস্মন্য
তাকে কেউ বিদ্বান বলে কখনো করে না গন্য
দশটি বোমা মারলে পেটে একটিও রা বেরয় না
তবুও তিনি হম্বিতম্বি করে নেতা হতে ছাড়েন না
(অষ্টাদশী অন্ত্যমিল পয়ার)