সমাজ দর্পণ

সমাজ দর্পণ
কবি
প্রকাশনী এশিয়ান প্রেস
সম্পাদক আর এন চক্রবর্তী
স্বত্ব কবি-করুণাকর প্রধান
প্রথম প্রকাশ এপ্রিল ২০২৩
সর্বশেষ সংস্করণ ১ম
বিক্রয় মূল্য ৩৯৯

সংক্ষিপ্ত বর্ণনা

সমাজের ভালোমন্দ, গ্রাম্যজীবন ও দৃশ্য তুলে ধরার চেষ্টা হয়েছ।

ভূমিকা

আদি কবির বেদনা ভরা মনে প্রথম কবিতার জন্ম I কবিতা আবেগের স্বতঃস্ফুর্ত প্রকাশ। যখন
নানাভাবে মনের ভাব যথাবিহীত ছন্দময় রূপ লাভ করে, তখন তা কবিতা হয়ে যায় । কেউ যখন ব্যক্তিগত অনুভূতি, ভাবনা, চিন্তা লিখনিতে প্রকাশ করেন, সেই সৃষ্টিকে কবিতা বলে। আমি একজন বৃদ্ধ, বয়স ৭৪ বৎসর I আমি কবি নয় এবংকবি হওয়ার জন্য চেষ্টা ও করিনি । যখন মনে যা এসেছে তাই লিখেছি , প্রায় ২০ বছর হল। এখন ও লিখি I হয়তো কবিতায় ব্যকরণগত দোষ ত্রুটি আছে, পাঠক রা মার্জনা করে বাধিত করবেন Iপাঠকরা আধুনিক কবিতার দুর্বোধ্যতা দেখে যদি কবিতা এড়িয়ে যান তবে পাঠককে দোষ দেওয়া যায় না । বিষেশত ভারতের মতো দেশে স্বল্প শিক্ষিতের সংখ্যাই বেশী । এদের মধ্যে আমি ও একজন । বেশীর ভাগ আধুনিক কবিতা আমি চেষ্টা করেও বুঝতে পারিনা । এটা আমার অক্ষমতা । আমার মনে হয় কবিতা এমন হওয়া চাই, আপামর মানুষের বোধগম্য হয় । না হলে কবিতার উদ্দেশ্যই ব্যর্থ হয় । গদ্য কবিতা বলতে সে সব কবিতাকে বুঝায় যেগুলো গদ্যে লিখিত, ছন্দটাই যে ঐকান্তিকভাবে কাব্যতা নয়। কাব্যের মূল কথাটা হচ্ছে রস ও ছন্দ ।এই রসই পরিচয় দেয় কবিতার আত্মকথা। ছন্দ হচ্ছে কবিতার প্রাণ। কাব্যে রসঘন ও শ্রুতিমধুর বাক্যে সুশৃঙ্খল ধ্বনি বিন্যাসের ফলে যে সৌন্দর্য সৃষ্টি হয়,তাকে ছন্দ বলে।

কবিতা

এখানে সমাজ দর্পণ বইয়ের ১৩টি কবিতা পাবেন।

   
শিরোনাম মন্তব্য
অন্ধ
অভাগা
জননী
ঢেউ
তিন জোড়া চোখ
প্রকৃতি
প্রার্থনা
বোধ
ভূমিমা
মনের বাসা
মনোরমা
শারদ প্রভাত
সন্তান