মোরা দুই ভাই এক সাথে রই কুঁড়ে ঘরে মাত্র দুটি ঘর
খুব ভোরে উঠি জন মজুর খাটি ঘরে ফরি সন্ধ্যের পর
দিন চলে যায় দুঃখ কষ্টে হায় অসৎ কাজে কভু না থাকি
একদা প্রভাতে গ্রাম্য নেতা এসে বলেন “শুনো হে দাশরথি
তোমাদের তরে বহু ভেবে ওরে একটি সিধান্ত হয়েছে
এতে লাভ তোর করবি না শোর তবে একটি শর্ত আছে
পাবি আড়াই লাখ বাজাও না ঢাক আমি ব্যবস্থা সব করব
ব্যাঙ্কে জমা হবে তোরা কুড়ি পাবে বাকী টাই আমি নেব”
শুনি তার কথা মনে পাই ব্যথা বলি “হুজুর এ কেমন কথা
কেন্দ্র দেবে টাকা আমি রব ফাঁকা আপনি তুলবেন ভাতা
এ দশ বছরে নিয়েছেন ভরে কোটি কোটি টাকারত্ন ঘরে
ছিলেন গরীর হলেন আমীর তবু লোভ আপনার না মরে
এ বড় অন্যায় আমি অসহায় আমার দ্বারা এ কর্ম না হবে”
শুনি এই কথা মনে পান ব্যথা বলেন “ঠিক আছে দেখা যাবে”
মাস তিন পরে সাঁঝে ঘরে ফিরে খাওয়া দেওয়া শেষ হলে
ঘরে শিশু দুই মহিলাও তাই বিছানায় যাই সবে চলে
গভীর রাতেতে ঘুম ভেঙ্গে যেতে দেখি লেলিহান অগ্নিশিখা
মাটির দেওয়াল খড় দিয়ে চাল ধোঁয়ায় কিছু না যায় দেখা
শুনি শিশু কান্না কি করি অজানা চোখে দেখি সরষে ফুল
ঘরের কপাট পুরানো সে কাঠ তুলে নিই হয়ে ব্যাকুল
দেওয়াল ধারে কাঠ রেখে পরে বসে থাকি হাঁটু মুড়ে
পোড়ার যন্ত্রনা সে কি বেদনা সেই শুধুই জানে যে পুড়ে
মনে আসে কথা সতীদাহ প্রথা বালিকাদের দিত চিতায়
কুঁড়ি ফুলগুলি অকালে ঝরালি সমাজ নেতাদের কথায়
যে সব নেতাদলে ভোটের প্রাকালে হাতপা পর্যন্ত এসে ধরে
ভোটে জিতলেই আর দেখা নাই তারা দানবের বেশে ঘোরে
রেশন লুটছে সম্পদ লুটছে বিত্তশালী হয়ে করে বড়াই
হায় এ পৃথিবী দেখি একি ছবি এর কোনো প্রতিকার নেই
শুনেছি আমরা পাপ করে যারা যমদুত কড়া শাস্তি দেয়
দুষ্কৃতকারী পাপিষ্ঠদের ছেড়ে গরীব ধার্মিকেই ধরে নেয়
ধনশালী যারা বলশালী তারা যমদুত তাদের ভয় পায়
দুর্বল লোকেরা অসহায় তারা তাদেরই নরকে পাঠায়
ওহে ভগবান দয়ার নিধান একি তোমার ভবের খেলা
সৎ সরলেরা ধর্মপথে তারা শান্তিতে কাটাতে চায় বেলা
তাদের ঠকিয়ে আতঙ্ক ধরিয়ে মস্তান মধুরক্ত চুষে খায়
এত অতাাচার এত অবিচার তবু তুমি থাক নিরুপায়
আগুন কমলে বাহিরে বেরলে দেখি সব পুড়ে হয়েছে ছাই
মনে এল ত্রাস ছুটি উর্ধ্বশ্বাস প্রায় মাইল পাঁচেক দৌড়াই
ফাঁকা মাঠে এসে অচেতন শেষে পড়েছিলাম পুকুর পাড়ে
চেতনা আসলে ক্লান্তি ঝেড়ে ফেলে দেখি রক্তিম রবি হাসে
স্নিগ্ধ সমীরে বহে ধীরে ধীরে খোলা প্রান্তর মিসেছে আকাশে
শান্ত প্রকৃতি মনোহর অতি পাখির গান বাতাসে ভাসে
এই পরিবেশ যারা করে শেষ সমাজ করছে বিষাক্ত
ওগো ঈশ্বর তুমি অধিশ্বর তবুও আছ নিরাসক্ত
সুন্দর এ দেশে মধুর আবেশে দুর্বৃত্তরা আজ রাজ করে
ওগো ভগবান করূণানিধান রক্ষা কর অবতার ধরে।।