এ অন্ধ মায়ার রাজত্বে
থাকবো আমরা কি শর্তে
চল চল মোরা বনবাসে যাই
দুর্যোধনের আপনজন
শাসন ব্যবস্থা করে নিয়ন্ত্রন
শকুনি মামা মন্ত্রনা দেয়
কৌরব দল নির্বংশ করতে
নারীদের করে নির্মম অত্যাচার
দেশে ওঠে শুধু দুঃ-শাসনের চিৎকার
দিনদিন এ অন্যায় অনাচার কেমনে সহি
চল চল মোরা বনবাসে যাই
দ্রৌপদীদের কান্না আর্তনাদ বাতাসে ভাসে
আমাদের বোন মাতা কন্যারা আছে ত্রাসে
পিতামহ ভীষ্ম দ্রোণ বিদুররা চুপ করে বসে
যে দেশে চলাফেরা কথা বলার স্বাধীনতা নাই
এখানে না থেকে চল মোরা বনবাসে যাই
বনে গিয়ে নব দেশ গড়ে স্বাধীনভাবে থাকি
স্বাধীনতার কি আনন্দ এখন স্বপ্নে শুধু দেখি
বনে বাঘ হায়নার সাথে লড়াই করা যায়
সভ্য দেশে গুপ্ত বোমা বন্ধুক হায়নার সাথে নয়
নুতন দেশে গিয়ে শান্তিতে রই
চল চল মোরা বনবাসে যাই।।