কালো না থাকলে কি আলোর মর্যাদা থাকে?
ঈশ্বরই পাশাপাশি রেখেছেন দিন রাতে
শীতের পর আসে গ্রীষ্ম, শত্রুও আছে মিত্রও থাকে
জীবনে সম্মানও আসে অপমানও হয় সহ্য করতে
দুঃখ ও সুখ চক্রাকারে ঘোরে নিরবধি
কালো আলো প্রত্যেক ক্ষেত্রে অনিবার্য বিধি
পৃথিবী থেকে যদি ব্রহ্মান্ডে চোখ রাখি
সেখানেও একেই দৃশ্য দেখে থাকি
পৃথিবী আশেপাশে যে সব গ্রহ আছে জানা
কোনোটা অত্যধিক গরম, কোনোটায় ঠান্ডার হানা
সূর্যে মধ্যেও কালো অংশ যায় দেখা
মানষের মধ্যে রয়েছে মানব, দানব ও দেবতা
একেই মানুষের মধ্যে গুণ আছে দোষ ও থাকে
পরমানুর ভিতর ইলেকট্রন এবং প্রোটন বিপরীত ধর্মী কণা
এই দুই কণা ছাড়া পদার্থ গঠিত সম্ভব হয় না
ব্রহ্মণ্ডে আমরা খেলা দেখি আলোর
এখানে কিন্তু বেশীরভাগ আধিপত্য কালোর
তমোশক্তি ও তমোপদার্থ ব্রহ্মাণ্ডের বেশীরভাগ অংশে রয়েছে
মহাবিশ্বে এ কালো যাদু তার আয়তন বৃদ্ধি করে চলেছে
কালো শক্তিই মা কালী আদ্যাশক্তি
ব্রহ্মাণ্ডের সমস্ত কিছুই এই শক্তি থেকে উৎপত্তি
আলোর প্রতীক শিবকে পায়ের তলায় রেখে
তিনি এগিয়ে চলেন মহাকাল পথে
কালোই শক্তি, সামর্থ, রহস্য, সৌন্দর্য কর্তৃত্বের প্রতীক
তমোশক্তির ক্রিয়াকলাপ এখনো অজানা তাই অলৌকিক।।