মাটি তো বাস্তব, আকাশ তো স্বপ্ন, আদর্শ স্বর্গে
বাস্তব মাটিতে পা রাখলে আদর্শ চলে যায় মর্গে
রাস্তার যখন দেখি এক আহত মানুষকে কাৎরাতে
আদর্শ বলবে সেবা করতে, বাস্তব বলবে পালাতে
ওকে নিয়ে যদি হাসপাতালে যাই, পুলিশের ঝামেলা
কিছু টাকা গলবেই,, অফিসের বড়কর্তা তো পাগলা
বাড়ী গেলে গিন্নির মুখ ঝামটা ঝগড়াঝাটি মারামারি
“তোমার বা কি লাভ, করে এত বাহাদুরী”, বাস্তব বলে
“এত ঝামেলার দরকার নেই, চুপটি করে যাও চলে”
পাশের জেঠুর বাড়ীতে প্রায় দিন হয় খুবই হট্টগোল
প্রোমোটারের মস্তানরা এসে করছে বড়ই গন্ডোগোল
ওরা খুবই ভয়ঙ্কর, গেলেই যদি আমাকে মেরে ফেলে
আমার তো সংসার আছে, এখনো ছোট আমার ছেলে
দরজায় আগল দিয়ে বন্ধ ঘরের মধ্যে থাকাই ভালো
“নিজে বাঁচলে বাপের নাম”, তোমরাই তো সবে বলো
আমার সামনে এক মেয়েকে ধর্ষন বা হত্যাও করলে
আমি যদি আদর্শ ধরে রাখি অচিরে ভোগে যাব চলে
পুলিশে জিজ্ঞাসা করলে বলবো “আমি কিছু দেখি নি”
জানি “পুলিশ ছুঁলে আঠারো ঘা”, হবে অনেক হয়রানি
কে সাধ করে বাঁশ নেয়, ইচ্ছা করে কেউ কি বিপদ চায় ?
আদর্শ থেকে বিচ্যুত হয়েই জীবন আপদ এড়াতে যায়
অফিসে যার অধীনে কাজ করি, তার কথা মানতে হয়
তিনি অন্যায় কাজ করতে বললেও, আমাকে করতে হয়
অমান্য করলে আমার চাকরী যাবে চলে, জীবনাই গোলে
সামাজে এখন বেশীর ভাগ মানুষ বাস্তবের মাটিতেই চলে
অন্যায় করা ও অন্যায় সহ্য করা সমান, আইন লঙ্ঘন
বর্তমানে অন্যায় সহ্য না করলে চলে ফুলিশের নির্যাতন
এই অবস্থার আশু সংস্কার করার এখন একান্ত প্রয়োজন
সমাজ ও আইন ব্যবস্থা পরিবর্তনের করতে হবে আয়োজন।।