স্বপ্নের রেশ কাটেনি এখনো,
তা সে আশা নেশার মজাই অন্য!
দূর ছাই-
দুনিয়া ঘুরে যাকগে নিজের তালে,
ওসব বাস্তবের ছায়া চাইনা কোলে!
ঘুমিয়ে আছে যৌবন, হাসি বেঘোরে,
তা সে লোকে ভাবুক পাগলা আমারে!
থোড়াই পরোয়া-
রঙ্গিন জীবনে যদি অজ্ঞান হতে হয়,
নিয়ম-নীতির কচকচানি কেই বা চায়!
প্রাণটা রয়েছে, কিন্তু মাথায় কোমা,
তা সে শিরদাঁড়াটা ঘুঁণে অল্প কাটুক না!
লে হালুয়া-
কেন মানতেই চায় না আমরাও শিল্পী,
নির্বিকারে গেঁথে যাচ্ছি নাশের স্বরলিপি!