চাই না সহানুভূতি,
চাই না কঠোর নিন্দা।
রেখে দাও যত্তসব গুরুগম্ভীর নীতি,
তোমার পকেটে- সময় এখন বন্ধ্যা।
যত্নশীল সুবোধদের অতিনরমপন্থা,
আর আলোড়িত হয়না মনে।
হায়েনারা নিচ্ছে কেড়ে যে স্বাধীনতা,
অধিকার উচ্ছিষ্ট হয় হিংস্র সে বনে।
চাই না হতে পরিযায়ী,
চাই না হতে সর্বশান্ত।
শুধুমাত্র একটু নায্য বিচারের দাবী,
ভীক্ষা চেয়ে চেয়ে আজ ক্লান্ত।