হেয় উপেক্ষার মায়া জালে,
আত্মসমর্পিত বিদগ্ধ বিবেক।
দু'পায়ে আত্মগ্লানি পিষে চলে,
ভীক্ষা চায় অনেক।
সংস্কৃতিগুলির সংস্করণ ঘটে রোজ,
দানের জীবন হাসে।
শাসনের নীতিতে হচ্ছে নিখোঁজ,
নত শির ভালোবাসে।
ছাপোষা মন ব্যথার চাদরে,
উন্মত্ত থাকে নেষায়।
সহজাত মায়োপিয়া প্রতিটি ঘরে,
দিন আনা, দিন খাই।