মরা শহর-
জ্বলছে রাতে নাচের উন্মাদনায়।
চিৎকার হাঁকে ফেরিওয়ালা জবর,
মুখ দেখে যাও বিনা পয়সায়!
কেউ শোনে না,
কেউ মানে না,
কেউ বোঝে না।
ধুলিস্মাৎ করে মত্ত ভালোবাসা ঘর,
ওদিকে স্তুতি গান গায় সদ্য মরা শহর।
অমানবিক পাগলামি-
আচমকা ধোঁয়া ফুঁকে তাড়ায় মশা।
ভেগে লুকিয়ে জান বাঁচানো আমি,
ভুল বুঝিয়ে মনকে দিই আশা।
ভীতুরা বোঝে,
আঁতেলরা শোনে,
চাটুকারেরা মানে।
যখন শশ্মানের ছাই ভেসে যায় নর্দমায়,
বিবেক বেচে অক্লেশে আমি জয়গান গাই।