এবার অরাজকতা আটকানোর পালা,
ফলে দরজা জানালা সব বন্ধ!
একাগ্রে মৌনব্রত করে চলা,
দু'হাতে চোখ-মুখ চেপে হই অন্ধ।
অতিনিরপেক্ষতা আঁতলামির নেষাগ্রস্থতা,
কঠোর সাধনায় আজ অর্জিত মজ্জাগত।
প্রকাশ্যে অসহায়কে করা চরম হেনস্তা,
দেখেও দেখিনি কিছু - লজ্জা শত!
চিত্তদূষনের বিষাক্ত কামড় অনবরত,
মানুষকে জম্বি করে প্রতিটি পদে।
অনুভব-অনুভূতিহীন গবেষণার মহত্ত্ব,
মোক্ষলাভ- অন্তর্দ্বন্দ্ব ও অন্তঃকলহ শব্দে!