(১)
চারপাশে শত শত চটপটি খবর,
সীমাহীন লালসা মঞ্চে রোজ কত্ত বহর!
কান্না মেশানো পাতলা রান্নার ঝোল-
জোর গলায় অখাদ্য মিথ্যার নোনা ঘোল;
মত্ত হায়েনার দল পথগুলি আটকে
ঘাঁড় ধরে, জোর করে গিলিয়ে তা দিচ্ছে!
এ যেন সুপারহীট...
এক মহানাটক চলছে!
(২)
রাজা-রানি-মন্ত্রী-সান্ত্রী মোহগ্রস্ত স্তাবকেরা,
টোপ দিয়ে ছিপ ফেলে, বিপদে নেই সাড়া!
সুনিপুণ আক্রমণ আর উচ্ছিষ্টের দশা,
আমি অমেরুদণ্ডী প্রাণী,
তাই করুণাই ভরসা!
চোখ-কান-মুখ বন্ধ,
শুধু সময় কাটাচ্ছি!
এ যেন সুপারহীট...
এক মহানাটক দেখছি!