আমি সেই রাজার প্রজা হতেও নারাজ,
যে রাজা মৃত্যুতে শুধু দেয়-
সহানুভূতি, সমবেদনা আর ধিক্কার এক রাশ!
আমি সেই রাজার সিপাহী হতেও নারাজ,
যে রাজা প্রতিরক্ষায় হাতে দেয়-
রীতি-নীতি, আদর্শ আর মানবতা এক রাশ!
আমি সেই রাজার লড়াইয়ে যেতেও নারাজ,
যে রাজা সম্মুখ যুদ্ধে দেয়-
মিথ্যা আশা, ধোঁকা আর পিছুটান এক রাশ!
আমি সে রাজার পাশে থাকতেও নারাজ,
যে রাজা দুর্দিনে শুধু দেয়-
চোখের জল, দীর্ঘশ্বাস আর ব্যথা এক রাশ!