একি বিপ্লব...
এখানো তুই ঘুমিয়েই আছিস?
সকাল তো কখন হয়ে গেল!
নে, উঠে পর চট জলদি;
হাত-মুখ ধুঁয়ে আলস্য তাড়িয়ে,
সকালের খাবার খেয়ে নে।
একি বিপ্লব...
এখানো তুই শুয়েই আছিস?
সেই তো কখন তাগাদা দিলাম!
নে, উঠে পর চট-জলদি;
চোখে-মুখে জল অল্প ছিটিয়ে,
ঠান্ডা খাবারই না হয় খেয়ে নে।
একি বিপ্লব...
এত অবেলায় কেন বাইরে আছিস?
কতবারই না আর তাগাদা দিবো!
দুপুর হলো, বেলা যায় পরে;
আমোদ-আড্ডা না হয় অল্প করে,
নাকে-মুখে দু'টো গুঁজে যা।
একি বিপ্লব...
এত রাতভর তুই কোথায় আছিস?
দয়া কর, ঐ ছাইপাশ গিলিস না!
সজ্ঞানে অভিমানে বাড়িতে আয়;
নব উদ্যোমে সাহসের সাথে
আত্মমর্যাদার জীবন গড়ে তোল।
একি বিপ্লব...
দরজাটা খোল, কেন পাগলামি করিস!
বেঘোরে নেষায় আর কাঁদিস না!
মুছে ফেলে মনের আত্মগ্লানি,
জেগে উঠ তুই যৌবন তেজে
বাঁচার আশা হোক এ বৃদ্ধ মায়ের।