(১)
নির্যাতিত অসহায়ের নিদারুন আর্তনাদ;
ওদিকে বিশাক্ত ছোবলের আসক্ত মত্ততা
উত্তেজিত হতাশার রঙ্গিন ফাঁদ...
কোটি ভয়ার্ত জীবনের অন্তিম আশা
আমরণ দীর্ঘশ্বাস; ধ্বংসের নিরবতা!

(২)
সর্বজনীন উচ্ছিষ্ট অন্নের নিদারুণ মহাভোজ;
সাথে সীমাহীন নির্লজ্জতার লালসা-
ছিঁড়ে খায় স্থান-কাল-পাত্র রোজ...
স্তাবকতার মহান কীর্তি- বেহায়াগাঁথা
আগুনে পোড়ায় নিষ্ঠার মেরুদণ্ডটা!

(৩)
ছলনার মূকাভিনয়ে শব্দ বিশ্লেষণকারী ভাঁড়
বিকৃতি করে চলে অনন্ত সভ্যতা;
রাস্তার নর্দমায় ডুবিয়ে সৎ-বুদ্ধি-সাহস
পুরস্কৃত মঞ্চে নাচে শুদ্ধ বিশ্বাসঘাতকতা-
প্রকাশ্যে প্রতিদিন চলে পৈশাচিক উল্লাস...