আর্তনাদ করে কাঁদে প্রজা,
চোখ বুঁজে থাকে সান্ত্রী।
নেষায় অঘোরে ঘুমায় রাজা,
মাংস ভাজা খায় মন্ত্রী।
গুমোট চাপা ভয়ের জামা,
গায়ে দিয়ে হাসে অবিরাম।
উঠতে বসতে রক্তচক্ষুর ক্ষমা,
ভালোবাসার জন্যও দেয় দাম।
প্রাণের জন্য মান বিসর্জন,
জীবন্ত জীবাশ্ম হয়ে থাকা।
হিংস্রতা দেয় আকন্ঠ ভোজন,
ন্যায়বিচার শব্দ আজ রূপকথা।
ইট বালিতে গড়া জঙ্গল,
শিকারীর হাতে কঠোর অস্ত্র।
তিন-বাঁদরের চোখে সব মঙ্গল,
ঠোঁটে নিশ্চুপতা, থাকে ত্রস্ত।